মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৫৪, ৩০ মার্চ ২০২৫

সাভারে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

সাভারে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্য তালিকা না থাকায় বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

ঈদযাত্রায় ভোগান্তি রোধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় চারটি কাউন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

রবিবার (৩০ মার্চ) সকালে আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। তিনি যাত্রীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেন।  

নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি বাস কাউন্টারের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার অভিযোগ পাওয়া যায়। অভিযানে চারটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য কাউন্টারকে সতর্ক করা হয়।  

এদিকে, সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় ছয়টি কাউন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।  

অভিযানের সময় হানিফ পরিবহনের এক পরিচালক টিকিটের মূল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের গালিগালাজ ও মামলার হুমকি দেন। পরে তাকে আটক করা হলে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পান এবং ক্ষমা প্রার্থনা করেন।  

নিয়ম লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।