মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়ে ৩ শিশুকে বাইসাইকেল উপহার

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৪৮, ৩০ মার্চ ২০২৫

টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়ে ৩ শিশুকে বাইসাইকেল উপহার

টানা ৬০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেল তিন শিশু

কুমিল্লার বরুড়া উপজেলায় টানা ৬০ দিন জামাতে নামাজ আদায়ের জন্য তিন শিশুকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।  

শনিবার (২৯ মার্চ) উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয় মো. কাউসার, মো. আব্দুল্লাহ ও মো. আরিফুল ইসলাম।  

পুরস্কারপ্রাপ্ত আরিফুল ইসলাম জানান, এই প্রতিযোগিতা তাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।  

আয়োজক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, শিশুদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।  

মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাহিদুল ইসলাম মোল্লা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নামাজের প্রতি আগ্রহী করবে এবং সমাজ থেকে অন্যায় ও অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।