ঈদ উদ্যাপন করলেন জামালপুরের ১৬ গ্রামের মানুষ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৬টি গ্রামের মানুষ ।
রোববার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এসব গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ।
গ্রামগুলো হল- সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, দক্ষিণ বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, বালিয়া, বনগ্রাম, করগ্রাম, হোসনাবাদ, বাউসী, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, পুঠিয়ারপাড়, বগারপাড়, লোটাবর, উচ্চ গ্রাম ও পাটাবুগা।
রোববার সকাল সোয়া ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে। সেখানে নামাজের ইমামতি করেন আজিম উদ্দিন।
ইমাম আজিম উদ্দিন বলেন, দেড় যুগ ধরে তারা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
এ ছাড়াও পৌরসভার বাউসী পঞ্চপীর গ্রামে আবুল কাশেম, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশে মাহফুজুর রহমান, উচ্চগ্রাম দক্ষিণ পাড়া মসজিদের সামনে ঈদের জামাতে আব্দুর রাজ্জাক ইমামের দায়িত্ব পালন করেন।