মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু টানা ৯ দিনের ছুটি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৩:৪৮, ২৭ মার্চ ২০২৫

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু টানা ৯ দিনের ছুটি

ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে শুরু টানা ৯ দিনের ছুটি

ঈদুল ফিতরের আগে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ছুটি উপভোগ করবেন।  

বৃহস্পতিবার সচিবালয়ে ছিল স্বাভাবিক কর্মচাঞ্চল্য। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কাজ করেছেন, অফিসে উপস্থিতিও ছিল স্বাভাবিক। সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলোও ছিল পূর্ণ, তবে দর্শনার্থীর সংখ্যা ছিল তুলনামূলক কম, যার ফলে লিফটের সামনে তেমন ভিড় দেখা যায়নি।  

ঈদের আগে শেষ কর্মদিবসে অনেক কর্মকর্তা-কর্মচারী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সচিবালয়ের ক্লিনিকে ওষুধ নিতে সকাল থেকেই ভিড় দেখা গেছে। অন্যদিকে, টিসিবির ট্রাক থেকেও নিয়মিত পণ্য কিনেছেন সরকারি কর্মচারীরা।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সরকার ৩১ মার্চ ঈদের ছুটি নির্ধারণ করেছে এবং আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ওই দিন ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।  

এবারই প্রথম পাঁচ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, সরকার নির্বাহী আদেশে এই দিনটিকেও ছুটি ঘোষণা করেছে, ফলে টানা ৯ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা।  

ঈদ উপলক্ষে গ্রামে থাকা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। বৃহস্পতিবার বিকেল থেকে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।