মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, চৈত্র ১৮ ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে আজ ৬৯টি ট্রেন ছেড়ে যাবে: রেলওয়ে কর্তৃপক্ষ

 প্রকাশিত: ১৩:১৭, ২৬ মার্চ ২০২৫

ঢাকা থেকে আজ ৬৯টি ট্রেন ছেড়ে যাবে: রেলওয়ে কর্তৃপক্ষ

রেলওয়ে

ঈদ উপলক্ষে ট্রেন যাত্রার তৃতীয় দিন আজ বুধবার। যাত্রীসংখ্যা গত দুই দিনের তুলনায় কিছুটা বেশি হলেও স্টেশনে কোনো ভোগান্তি দেখা যায়নি। আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন ছেড়ে যাবে, যার মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, ‘ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছাড়বে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন থাকবে।’

তিনি আরও জানান, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে এবং আগামীকাল থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীদের সেবায় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং টিকিট যাচাইসহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।