কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

"আমি কিংবদন্তীর কথা বলছি" — কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মরণে
বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি আবু জাফর ওবায়দুল্লাহর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ মার্চ। ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা এই কবি তার অনবদ্য সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা কবিতায় চিরস্মরণীয় হয়ে আছেন।
"আমি কিংবদন্তীর কথা বলছি"— এই কালজয়ী কবিতার স্রষ্টা আবু জাফর ওবায়দুল্লাহ। তার কবিতায় ফুটে উঠেছে সমাজ, স্বাধীনতা, দেশপ্রেম ও মানবতার গভীর চেতনা। "মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে…"— এমন অসংখ্য আবেগঘন পঙক্তিতে তিনি পাঠকদের হৃদয়ে আজও জীবন্ত।
২০০১ সালের ১৯ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবুগঞ্জে পিতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তবে তার সৃষ্টি আজও বেঁচে আছে সন্তানহারা মায়ের চোখের অশ্রুতে, সাহসী মানুষের প্রতীক্ষায় ও কিংবদন্তির কথামালায়।
4o