সিলেটে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিলেটে ঘুষ কেলেঙ্কারি, এসআই প্রত্যাহার
সিলেটের বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আলীম উদ্দিনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি টিনশেড ঘরে বসে থাকা পুলিশ কর্মকর্তাকে একজন ব্যক্তি টাকা দিচ্ছেন এবং কণ্ঠস্বরের মাধ্যমে দর কষাকষি করছেন।
তদন্তে জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা এক মামলায় আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে এক লাখ টাকা ঘুষ নেন এসআই আলীম উদ্দিন। ঘুষ নেওয়ার পরও তিনি আসামিকে গ্রেপ্তার করেন। পরে টাকা ফেরত চাইলে ফয়সল আহমদ নামে এক ব্যক্তি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।