খিলক্ষেতের শিশুর শরীরে ‘ধর্ষণের আলামত’, আটক কিশোর ‘শঙ্কামুক্ত নয়

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হওয়া ছয় বছরের শিশুটির শরীরে ‘ধর্ষণের আলামত পাওয়া গেছে’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফরেনসিক পরীক্ষা করে এই আলামত মিলেছে বলে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে।"
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত বলছেন না ঢাকা মেডিকেলের চিকিৎকরা।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।
মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতে একটি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পুলিশ ১৪ বছরের এক কিশোরকে আটক করে। গাড়িতে করে ওই কিশোরকে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন খিলক্ষেত বাজারের কাছে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ছেলেটিকে ছিনিয়ে নিয়ে তাকে পিটুনি দেয়।
ওই সময় জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশের ৬ সদস্য আহত হন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ওসি কামাল হোসেন বুধবার বলেন, “গণপিটুনির শিকার কিশোর ও ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত তিন পুলিশ এখনো হাসপাতালে রয়েছেন। তবে আহত পুলিশরা এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন।"
হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ বলেছেন, অভিযুক্ত কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ‘শঙ্কামুক্ত নয়’।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শিশির কুমার।