বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

২১ অগাস্ট মামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত নবাবগঞ্জে শিশুকে ‘ধর্ষণ’, প্রতিবেশীকে পিটিয়ে পুলিশে দিল জনতা পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে ছিনিয়ে পিটুনি, পুলিশের উপর হামলা বৃহস্পতিবার থেকে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা সাভারে বাসা থেকে ডেকে নিয়ে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি বোনের বিয়েতে আনন্দের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল শহীদ তন্ময়ের

জাতীয়

পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২

 আপডেট: ০৯:২১, ১৯ মার্চ ২০২৫

পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে ‘দলবদ্ধভাবে ধর্ষণের’ অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতের এ ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলায় আটজনের নাম দিয়ে এবং পরিচয় না দিয়ে আরও আটজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এনামুল হক (৩৮) ও হামিদুর রহমানকে (৫০) গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম।

অসামাজিক কাজের সংবাদ সংগ্রহের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে রাত থেকে সকাল পর্যন্ত একটি নির্মার্ণাধীন ভবনে আটকে রেখে ’ধর্ষণ’ করা হয় বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন।

ঘটনার শিকার নারীকে মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই নারী একটি স্বল্প প্রচলিত সংবাদমাধ্যমের সাংবাদিক বলে পুলিশকে পরিচয় দিয়েছেন।

ওসি নজরুল বলেন, “আমরা ধারণা করছি যারা এই মামলার আসামি তাদের কেউ যোগসাজশ করে তাকে ডেকে আনে। এরপর রাত থেকে সকাল পর্যন্ত একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।

”পরে সকালে তিনি ৯৯৯ এ ফোন করলে প্রথমে সেখানে ক্যান্টনমেন্ট থানার পুলিশ যায়। পরে ঘটনাস্থল পল্লবী থানায় দেখে ক্যান্টনমেন্ট থানার দলটি ভুক্তভোগীকে উদ্ধার করে পল্লবী থানায় দিয়ে যায়।”

গ্রেপ্তার ব্যক্তি ও মামলার আসামিদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, এরা সবাই ওখানকার কেয়ারটেকার।

পুলিশ বলছে, পল্লবীর ওই জায়গায় অনেক বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এর একটিতে নিয়ে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়।