গাজীপুরে ১০০ বিঘা জমি অধিগ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগ

মতবিনিময় সভা
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় ১০০ বিঘা জমি অধিগ্রহণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য। জমি অধিগ্রহণ প্রক্রিয়া জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া, জাইকার সহায়তায় জয়দেবপুর শহরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যা শহরের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে যানজট কমাবে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বর্তমানে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাই সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। টঙ্গীতে একটি খেলার মাঠ ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ঘোষণাও দেন তিনি। ঈদের পর মাঠটি সবার জন্য উন্মুক্ত করা হবে এবং বিদ্যালয়টি এ বছরই চালু করার চেষ্টা করা হবে।
সভায় টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একেএম জহিরুল ইসলাম, ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীব বসাকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, গাজীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন নগর সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানের আশ্বাস দেন প্রশাসক।