মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৪ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ব্রেকিং

১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, আরও তদন্ত হবে: ঢাবি সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা হাসিনা ফেরাউন-নমরুদের মত আচরণ করেছিল: ঢাবিতে মামুনুল হক ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ বরগুনা ও মাগুরায় ‘ধর্ষণের শিকার’ ২ শিশুর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ শেখ হাসিনা-জয়-পুতুল-রেহানার আরো ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি যমুনা রেলসেতুতে ট্রেন চললো ১২০ কিলোমিটার গতিতে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে রিটার্ন করেছে: অর্থ উপদেষ্টা কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, একজনের মৃত্যুদণ্ড রাষ্ট্র সংস্কার আন্দোলনের রিটের ক্ষেত্রে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত তাজা ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার গাইবান্ধায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে গাজায় ইসরাইলি বিমান হামলায় ৪১৩ জন নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয় চাকরি করতে ঢাকা এসে লাশ হয়ে বাড়ি ফিরল কিশোর ওমর ফারুক

জাতীয়

গাজীপুরে ১০০ বিঘা জমি অধিগ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগ

 প্রকাশিত: ১৭:০৫, ১৮ মার্চ ২০২৫

গাজীপুরে ১০০ বিঘা জমি অধিগ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগ

মতবিনিময় সভা

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় ১০০ বিঘা জমি অধিগ্রহণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য। জমি অধিগ্রহণ প্রক্রিয়া জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া, জাইকার সহায়তায় জয়দেবপুর শহরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যা শহরের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে যানজট কমাবে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বর্তমানে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাই সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। টঙ্গীতে একটি খেলার মাঠ ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ঘোষণাও দেন তিনি। ঈদের পর মাঠটি সবার জন্য উন্মুক্ত করা হবে এবং বিদ্যালয়টি এ বছরই চালু করার চেষ্টা করা হবে।

সভায় টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা একেএম জহিরুল ইসলাম, ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীব বসাকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, গাজীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন নগর সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানের আশ্বাস দেন প্রশাসক।