মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৪ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ব্রেকিং

১২৮ জনের তালিকা পূর্ণাঙ্গ নয়, আরও তদন্ত হবে: ঢাবি সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা হাসিনা ফেরাউন-নমরুদের মত আচরণ করেছিল: ঢাবিতে মামুনুল হক ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ বরগুনা ও মাগুরায় ‘ধর্ষণের শিকার’ ২ শিশুর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ শেখ হাসিনা-জয়-পুতুল-রেহানার আরো ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি যমুনা রেলসেতুতে ট্রেন চললো ১২০ কিলোমিটার গতিতে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে রিটার্ন করেছে: অর্থ উপদেষ্টা কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, একজনের মৃত্যুদণ্ড রাষ্ট্র সংস্কার আন্দোলনের রিটের ক্ষেত্রে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত তাজা ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার গাইবান্ধায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে গাজায় ইসরাইলি বিমান হামলায় ৪১৩ জন নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয় চাকরি করতে ঢাকা এসে লাশ হয়ে বাড়ি ফিরল কিশোর ওমর ফারুক

জাতীয়

বরগুনা ও মাগুরায় ‘ধর্ষণের শিকার’ ২ শিশুর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

 প্রকাশিত: ১৬:০৯, ১৮ মার্চ ২০২৫

বরগুনা ও মাগুরায় ‘ধর্ষণের শিকার’ ২ শিশুর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

বরগুনায় ‘ধর্ষণের শিকার’ শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আর মাগুরায় ধর্ষণের শিকার হওয়ার পর মারা যাওয়া শিশুর বড় বোনের নিরাপত্তা নিশ্চিতে করতে বলা হয়েছে সেখানকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ। এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ছবি-ভিডিও সরাতে যে রিট আবেদন করা হয়েছিল, তার সম্পূরক হিসেবে আবেদনটি করা হয়।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

হামিদুল মিসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবার এবং মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের কারণে মারা যাওয়া শিশুর বড় বোনের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে আদালত। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই নিরাপত্তা দিতে বলা হয়েছে।

বরগুনা সদরের ১৪ বছর বয়সী শিশুটি ৪ মার্চ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর থেকে মামলা তুলে নিতে তার ওপর আসামিপক্ষ চাপ প্রয়োগ করতে থাকে বলে অভিযোগ ওঠে। এক সপ্তাহের মাথায় ১১ মার্চ বাদীর বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ দুই ঘটনার প্রতিবাদে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইতোমধ্যে মানববন্ধন পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

আর মাগুরায় ৮ বছর বয়সী শিশুটি বড় বোনের বাড়িতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণ ও নির্যাতনের শিকার হন; যে ঘটনা আলোড়ন তোলে দেশজুড়ে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৩ মার্চ শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির ভগ্নিপতি সজীবের সহায়তায় ওই নির্যাতন চালায় সজীবের বাবা হিটু মিয়া। বিষয়টি জাবেদা ও তার ছোট ছেলেও জানতেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা। এ ঘটনায় তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।