সিরাজগঞ্জে ১২ দিন ধরে বিকল মনসুর আলী মেডিকেলের সিটিস্ক্যান মেশিন

সিরাজগঞ্জে ১২ দিন ধরে বিকল সিটিস্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা
সিরাজগঞ্জের ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সিটিস্ক্যান মেশিন গত ১২ দিন ধরে বিকল হয়ে আছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ১৫-২০ জন রোগী সিটিস্ক্যান করতে আসলেও মেশিন বিকল থাকায় বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে, যা তাদের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
হাসপাতালের ভর্তি রোগী ছাড়াও প্রতিদিন রেফার্ড রোগীরা সিটিস্ক্যানের জন্য আসেন। তবে মেশিন বিকল থাকায় তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে হাসপাতালও রাজস্ব আয় হারাচ্ছে।
সিটিস্ক্যান মেশিন অপারেটর শফিকুল ইসলাম জানান, গত ৮ মার্চ থেকে মেশিনটি অকার্যকর হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনো মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।