ঘুষ-দুর্নীতি বেড়েছে, তাহলে কীসের সংস্কার হচ্ছে: মুরাদ

ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে বক্তব্য রেখেছেন বিএনপির নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি সরকারের রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে বলেন, " দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে। দেশে ঘুষ দুর্নীতি তো কমেনি বরং বেড়েছে। তাহলে দেশে কীসের সংস্কার হচেছ?"
মুরাদ আরো বলেন, "দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে রাষ্ট্রের সব সংস্কারের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। "যদি ৩১ দফা বাস্তবায়িত হয়, তাহলে আলাদা করে আর কোন সংস্কারের প্রয়োজন হবে না," বলেন মুরাদ।
এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।" দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ বিএনপিতে টিকে থাকতে পারবে না, তাই সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, স্থানীয় নেতারা এম এ জলিল, এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, আবুল হোসেন, মো. পলাশ, জসিমউদদীন, মুহাম্মদ রাকিব প্রমুখ।
এর আগে, রোববার কুশুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন লোকমান দেওয়ান।