দুদকের মামলায় স্ত্রীসহ আসামি সাবেক এমপি শাহীন চাকলাদার

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি জানান।
প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, সংসদ সদস্য থাকার সময় শাহীন চাকলাদার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা অর্জন করেছেন।
এছাড়া, তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, স্বামীর অবৈধ সম্পদের মাধ্যমে তিনি সম্পদশালী হয়েছেন। এই মামলায় শাহীনকেও আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
শাহীন চাকলাদার গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পর থেকে আত্মগোপনে আছেন।
এর আগে, এবছরের জানুয়ারিতে দুদকের আরেকটি মামলায় আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়।