অল্প সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় সীমিত, কারণ ইতোমধ্যে সাত মাস পার হয়ে গেছে এবং ডিসেম্বরে নির্বাচন হবে। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।
সোমবার (১৭ মার্চ) মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি। এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরাও সেটা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে। পথটা যেন আমরা সৃষ্টি করে দেই।
পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে তিনি বলেন, অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবে কাজ করেছে, তবে এখন তাদের নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে। তিনি স্বীকার করেন, ১৬ বছরের কালিমা রাতারাতি দূর করা সম্ভব নয়, তবে এখন থেকে ভালো কাজকেই অগ্রাধিকার দিতে হবে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ষড়যন্ত্রও বাড়ছে উল্লেখ করে তিনি পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। শান্তি বজায় রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। সরকার যা করতে চায়, তা কার্যকর করার প্রধান মাধ্যম পুলিশ, তাই তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।