খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস মাঠে

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এই সভা হয়।
সভায় জানানো হয়, খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় ও ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা জেলা মডেল মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাতের আয়োজন করা হবে। ঈদের দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও "ঈদ মোবারক" খচিত পতাকায় সাজানো হবে।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম বাড়ানো হবে। এছাড়া ঈদের দিন সব সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার, কারাগার ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত বছরের মতো এবারও খুলনায় ঈদুল ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।