কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে আরেক শিশু আটক

ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগে ১১ বছর বয়সী আরেক শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।
তিনি বলেন, “রোববার দুপুর দেড়টার দিকে গাছে পানি দেওয়ার কথা বলে মেয়েটিকে সাথে নিয়ে ছাদে যায় ছেলেটি। সন্ধ্যার পর মেয়েটির বাবা মা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।
“তাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনা এখনও মামলা হয়নি।”
ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, প্রথমে তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাত পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঘটনার বিস্তারিত বজানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।