সোমবার ১৭ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ব্রেকিং

রাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সুপারিশ ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্র সচিব ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের মেয়ে আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রমিক নেতাদের রায়ের দ্রুত বাস্তবায়ন চান আবরারের মা ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি " চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন হামলায় নিহত ৩১ ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

জাতীয়

রায়ের দ্রুত বাস্তবায়ন চান আবরারের মা

 প্রকাশিত: ১৯:৪৯, ১৬ মার্চ ২০২৫

রায়ের দ্রুত বাস্তবায়ন চান আবরারের মা

রোববার দুপুরে হাই কোর্টের রায়ের পর কুষ্টিয়া শহরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাই কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তার মা রোকেয়া খাতুন।

রোববার দুপুরে হাই কোর্টের রায়ের পর কুষ্টিয়া শহরের বাসভবনে এক প্রতিক্রিয়া তিনি বলেন, “এখন একটাই চাওয়া, রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়।”

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় নিম্ন আদালতে দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছে হাই কোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে এ রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের আপিল বেঞ্চ।

আসামিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, “ঘটনার পর থেকে দীর্ঘ ছয় বছর ধরে দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থেকে দূরে সরে যাননি। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

“এখন একটাই চাওয়া, রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। এ রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না। সেই সঙ্গে দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন এমন প্রাণঘাতী রাজনীতি না থাকে সেই অনুরোধ করছি।”