আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পুলিশের এসপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন।
রবিবার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন এবং পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করবেন। পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ের আনার যে চেষ্টা, সে বিষয়ে আইজিপি প্রধান উপদেষ্টাকে জানাবেন।’
পুলিশের মনোবল বৃদ্ধির প্রচেষ্টা, অপরাধসংক্রান্ত ধারণা ও বাস্তবতার মধ্যে ব্যবধান, পুলিশের লজিস্টিক্স, আবাসন, ও শিল্প পুলিশের কার্যক্রমসহ ছয়টি মূল বিষয়ে আলোচনা হবে। আবুল কালাম আজাদ জানান, এ ধরনের সভা এর আগে অনুষ্ঠিত হয়নি এবং এটি একটি বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।