মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৩ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ব্রেকিং

টিকা কেনায় ‘দুর্নীতি’, সালমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিলই সমাধান: রাশিয়া অল্প সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে: প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টিতে একমত: এবি পার্টি ইসির কাছে এনআইডি রাখা প্রয়োজন: জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল সাত বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই ‘ধর্ষণ’ শব্দে আপত্তি তোলার পর ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের দাখিলের সূচিতেও এল পরিবর্তন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি গভীর সমুদ্রে ‘ডার্ক অক্সিজেন’: দ্বিধা-বিভক্ত বিজ্ঞানীরা এখনও রক্তমাখা টি-শার্টে ছেলেকে খুঁজে ফেরেন শহীদ রাজনের মা

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

 প্রকাশিত: ১৬:৩০, ১৬ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পুলিশের এসপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন।

রবিবার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন এবং পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করবেন। পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ের আনার যে চেষ্টা, সে বিষয়ে আইজিপি প্রধান উপদেষ্টাকে জানাবেন।’

পুলিশের মনোবল বৃদ্ধির প্রচেষ্টা, অপরাধসংক্রান্ত ধারণা ও বাস্তবতার মধ্যে ব্যবধান, পুলিশের লজিস্টিক্স, আবাসন, ও শিল্প পুলিশের কার্যক্রমসহ ছয়টি মূল বিষয়ে আলোচনা হবে। আবুল কালাম আজাদ জানান, এ ধরনের সভা এর আগে অনুষ্ঠিত হয়নি এবং এটি একটি বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।