রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের মেয়ে আনন্দ করার মেজাজে নাই, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্রসচিব ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রমিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে " ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি " চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২ খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক নিরাপদে বাড়ি ফিরতে চার শিক্ষার্থীর ‘গ্যাংআপ’ চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার দুই পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

জাতীয়

চার মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি, তবু কমেনি দাম

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:০৭, ১৬ মার্চ ২০২৫

চার মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি, তবু কমেনি দাম

আমদানি বাড়লেও কমেনি চালের দাম, ভোগান্তিতে ক্রেতারা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। চলতি অর্থবছরে ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত ৯২টি প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এসব চাল আমদানি করে। তবে আমদানি অব্যাহত থাকলেও বাজারে চালের দামের ওপর তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।

গত ১৩ মার্চ বেনাপোল বন্দর দিয়ে আরও ৩৫০ মেট্রিক টন চাল দেশে আসে, যা চার মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮০০ মেট্রিক টনে। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-বাসমতি সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

চাল আমদানির সিদ্ধান্ত ও বর্তমান অবস্থা
সরকার দেশের বাজার স্থিতিশীল রাখতে শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চাল আমদানির অনুমতি দেয়। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির এই উদ্যোগ নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠান চাল আমদানি করতে না পারায় একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, চাল আমদানির সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বেনাপোল স্থলবন্দর থেকে আমদানিকৃত চাল দেশের বিভিন্ন বাজারে দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমদানি বাড়লেও বাজারে দামের ওপর এর ইতিবাচক প্রভাব পড়েনি।

বাজারে দাম বাড়ছেই
চাল আমদানি অব্যাহত থাকলেও বাজারে দামের ঊর্ধ্বগতি থামছে না। রোজার শুরু থেকেই সব ধরনের চালের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা বেড়েছে। ২৮ জাতের চালের দাম ৬৮-৬৯ টাকা, মিনিকেট ৭৬ টাকা, মোটা চাল ৫৬ টাকা এবং বাসমতি চাল ৮৮-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় চালের দাম তুলনামূলক কম হলেও ক্রেতাদের মধ্যে এর চাহিদা কম।

চাল ব্যবসায়ীরা বলছেন, রোজার মধ্যে চালের দাম কমার সম্ভাবনা নেই। তবে নতুন চাল বাজারে এলে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।