মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, চৈত্র ৩ ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ব্রেকিং

টিকা কেনায় ‘দুর্নীতি’, সালমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জুলাই আন্দোলনে হামলায় ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিলই সমাধান: রাশিয়া অল্প সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে: প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টিতে একমত: এবি পার্টি ইসির কাছে এনআইডি রাখা প্রয়োজন: জাতীয় ঐকমত্য কমিশনে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা দুই আন্দোলনে বিভাজন কেন, প্রশ্ন রিজভীর ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল সাত বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই ‘ধর্ষণ’ শব্দে আপত্তি তোলার পর ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের দাখিলের সূচিতেও এল পরিবর্তন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি গভীর সমুদ্রে ‘ডার্ক অক্সিজেন’: দ্বিধা-বিভক্ত বিজ্ঞানীরা এখনও রক্তমাখা টি-শার্টে ছেলেকে খুঁজে ফেরেন শহীদ রাজনের মা

জাতীয়

চার মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি, তবু কমেনি দাম

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:০৭, ১৬ মার্চ ২০২৫

চার মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি, তবু কমেনি দাম

আমদানি বাড়লেও কমেনি চালের দাম, ভোগান্তিতে ক্রেতারা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। চলতি অর্থবছরে ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত ৯২টি প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এসব চাল আমদানি করে। তবে আমদানি অব্যাহত থাকলেও বাজারে চালের দামের ওপর তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।

গত ১৩ মার্চ বেনাপোল বন্দর দিয়ে আরও ৩৫০ মেট্রিক টন চাল দেশে আসে, যা চার মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮০০ মেট্রিক টনে। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-বাসমতি সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

চাল আমদানির সিদ্ধান্ত ও বর্তমান অবস্থা
সরকার দেশের বাজার স্থিতিশীল রাখতে শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চাল আমদানির অনুমতি দেয়। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির এই উদ্যোগ নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠান চাল আমদানি করতে না পারায় একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, চাল আমদানির সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বেনাপোল স্থলবন্দর থেকে আমদানিকৃত চাল দেশের বিভিন্ন বাজারে দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমদানি বাড়লেও বাজারে দামের ওপর এর ইতিবাচক প্রভাব পড়েনি।

বাজারে দাম বাড়ছেই
চাল আমদানি অব্যাহত থাকলেও বাজারে দামের ঊর্ধ্বগতি থামছে না। রোজার শুরু থেকেই সব ধরনের চালের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা বেড়েছে। ২৮ জাতের চালের দাম ৬৮-৬৯ টাকা, মিনিকেট ৭৬ টাকা, মোটা চাল ৫৬ টাকা এবং বাসমতি চাল ৮৮-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় চালের দাম তুলনামূলক কম হলেও ক্রেতাদের মধ্যে এর চাহিদা কম।

চাল ব্যবসায়ীরা বলছেন, রোজার মধ্যে চালের দাম কমার সম্ভাবনা নেই। তবে নতুন চাল বাজারে এলে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।