ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আখ সেন্টারের সামনে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২৪) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫২)।
স্থানীয়দের বরাতে ওসি সালাউদ্দিন বলেন, “ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা নিহত নয়নের মা মারাত্মকভাবে আহত হয়।
“আহত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা নয়ন শেখের মা ও রিকশা চালক শাজাহানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাজাহান মারা যান।”
ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই এলাকার রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।