রোববার ১৬ মার্চ ২০২৫, চৈত্র ২ ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভবিষ্যতে কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়: আবরার ফাহাদের বাবা আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার রাঙামাটিতে ইউপিডিএফের কালেক্টরকে গুলি করে হত্যা জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ ফরিদপুরে তিন বাহনের সংঘর্ষে নিহত ২ খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক নিরাপদে বাড়ি ফিরতে চার শিক্ষার্থীর ‘গ্যাংআপ’ চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার দুই পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত গণমাধ্যমকর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ ট্রাম্পের ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা মাকে নিয়ে আর গ্রামে ফেরা হলো না শহীদ জামাল উদ্দিনের

জাতীয়

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত

 প্রকাশিত: ০৯:৪০, ১৬ মার্চ ২০২৫

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি গুলিতে নিহত

খুলনায় হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগরের বাগমারা ব্রিজসংলগ্ন মারকাজুল উলুম মাদ্রাসা সড়কে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান।

নিহত ৪০ বছর বয়সী শাহীনুল হক শাহীন খুলনা নগরের দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।

পুলিশ বলছে, শাহীন দৌলতপুরের শহীদ ওরফে হুজি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এলাকায় তিনি ‘বড় শাহীন’ নামেও পরিচিত ছিলেন।

ওসি বলেন, “শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে ‘পরিচিত’ কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।”

শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।