শনিবার ১৫ মার্চ ২০২৫, ফাল্গুন ৩০ ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: ১০% খেলাপি ঋণ থাকলে লভ্যাংশ নিষিদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও গণহত্যার কৌশল প্রয়োগ করছে ইসরায়েল: জাতিসংঘ প্রতিবেদন মার্কিন ইহুদিদের বিক্ষোভ: ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবি প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে—রিজভী পরমাণু ইস্যুতে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার বৈঠক শুরু এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে নগদ ৩৭ লাখ টাকা জব্দ সংস্কার: ৩০ দলই ঐক্যমত্য কমিশনে মতামত দেয়নি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন: ১৫ জুলাই হামলা ছিল পরিকল্পিত, ঢাবির ১২২ জন শনাক্ত ২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস: পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি বাংলাদেশ সম্পর্কে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে ঢাকা অযৌক্তিক বলল ৩ মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস বাংলাদেশ ব্যাংক তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে ফল আমদানিতে উৎসে কর কমল

জাতীয়

বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

 প্রকাশিত: ২২:২৯, ১৪ মার্চ ২০২৫

বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর তাকে দেশে ফিরে এসে মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাংলাদেশে না ফিরে কানাডার অটোয়ায় চলে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তার এই বিদেশ যাত্রা এবং ৬ মার্চ নির্ধারিত তারিখে দেশে ফেরত না আসার বিষয়টিকে ‘গুরুতর অনিয়ম’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে হারুন আল রশিদ বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে সরকারকে ‘নিপীড়ক ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন।

এছাড়া, তিনি তার পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডকে ‘বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় হারুন আল রশিদ ও তার পরিবারের পাসপোর্ট বাতিলের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।