সরকার নিরপেক্ষ অবস্থানে, ছাত্রদের পক্ষে কাজ করছে না: শফিকুল আলম

সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, ছাত্ররাজনীতিতে হস্তক্ষেপ নেই: শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের হয়ে কাজ করছে না, বরং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এ পর্যন্ত যা দেখা গেছে, তাতে সরকার ছাত্রদের পক্ষ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং ছাত্ররা তাদের মতো রাজনীতি করছে।"
তিনি আরও বলেন, "আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার তিনজন সদস্য আগে ছাত্র ছিলেন, যার মধ্যে একজন পদত্যাগও করেছেন। ড. ইউনূস স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ ছাত্রদের রাজনীতির পক্ষে অবস্থান নেয়, তাহলে তার এই সরকারে থাকার প্রয়োজন নেই।"
সরকারের অধীনস্থ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললে শফিকুল আলম জানান, "যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে কোনো ব্যক্তিগত পছন্দ-অপছন্দের সুযোগ নেই।"