পিরোজপুরে ধর্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা, উত্যক্তের অভিযোগ

পিরোজপুরে ধর্ষণের প্রতিবাদে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই যুবক শিক্ষার্থীদের 'জয়বাংলা' স্লোগান দিতে বলার পাশাপাশি বিভিন্নভাবে উত্যক্ত করেন।
ঘটনার বিবরণ
পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেন। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার কলেজের সামনে ফেরত আসছিলেন।
এই সময়, সাইদী ফাউন্ডেশনের সামনে এক যুবক তাদের মিছিলের ভিডিও করতে থাকেন এবং নানা ধরনের উত্যক্তমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের 'জয়বাংলা' স্লোগান দিতে বলেন। শিক্ষার্থীরা তার ভিডিও করা বন্ধ করতে বললে এবং তাকে আটকে রাখলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে সিভিল সার্জন অফিসের সামনে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রশাসনের প্রতিক্রিয়া
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, "এক যুবক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করেছে এবং 'জয়বাংলা' স্লোগান দিতে বলেছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।"
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।