বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ব্রেকিং

মাগুরার শিশুটির অবস্থার ‘অবনতি’, দোয়া চাইলেন প্রেস সচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর আপাতত ইসিতে থাকলেও স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে এনআইডি ড. ইউনূসের তিন শূন্যের পৃথিবী : শোষণ ও দূষণমুক্ত বিশ্বের সম্ভাবনা বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাই কোর্ট মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন সারা দেশে চিকিৎসকদের ধর্মঘট রিয়াজ হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকসহ দুই ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার তিনদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ মাদ্রাসা ছাত্র হত্যা: সাবেক এমপি সোলায়মান সেলিম রিমান্ডে সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট কানাডার ওপর শুল্ক দ্বিগুণের ঘোষণা দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র

জাতীয়

পঞ্চগড়ে ফার্মেসির ভেতর ঝুলছিল পল্লী চিকিৎসকের মৃতদেহ

 প্রকাশিত: ১৪:১৫, ১২ মার্চ ২০২৫

পঞ্চগড়ে ফার্মেসির ভেতর ঝুলছিল পল্লী চিকিৎসকের মৃতদেহ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিজ ফার্মেসির ভেতর থেকে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে ‘মেসার্স বর্না ফার্মেসি’ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।

মৃত শ্যামল সেন (৪০) ওই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি স্বজনদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শ্যামল বাড়ি থেকে বের হয়ে তার ফার্মেসিতে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে প্রতিবেশী দিনো সেন শ্যামলের মোবাইলে কয়েকবার কল দেন। সাড়া না পেয়ে শ্যামলের খোঁজে বাড়িতে যান তিনি।

সেখানেও না পেয়ে রাত ৯টার দিকে বাজারে গিয়ে শ্যামলের দোকান বন্ধ দেখতে পান তিনি। পরে আবার ফোন দিলে দোকানের ভেতর থেকে মোবাইলের আওয়াজ শোনা যায়। সন্দেহ হলে দোকানের সাটার খুলে ভেতরে ঢুকে শ্যামলকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে শুনে আশপাশের লোকজন গিয়ে শ্যামলকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের সদস্য অবিনাশ চন্দ্র রায় বলেন, প্রায় ১৫ বছর ধরে শ্যামল মানসিক সমস্যা ভুগছিল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। তিনি কখনো ভালো থাকেন আবার অসুস্থ হয়ে যান।

শ্যামল চন্দ্রের বাবা খগেন শেন বলেন, “শ্যামলের স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে। আমার তিন মেয়ে দুই ছেলের মধ্যে শ্যামল দ্বিতীয়। শ্যামল মানসিক রোগী ছিল; তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।”

ওসি সোয়েল রানা বলেন, শ্যামল মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা। পরিবারের কোনও অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।