সেনাবাহিনীর অভিযানে ছত্রভঙ্গ হলো রাস্তা অবরোধকারী পরিবহন শ্রমিকরা

সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ হলো শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আইনশৃঙ্খলা বাহিনী আজ (বুধবার) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখা পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সকাল ৮টা থেকে এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের এক নারী শ্রমিক, জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২), সকাল ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর ঘটনায় বিভ্রান্তিকর মন্তব্য করে কারখানা কর্তৃপক্ষ দাবি করে যে, তিনি তাদের শ্রমিক নন। এতে ক্ষুব্ধ হয়ে সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পরিবহন শ্রমিকদের দাবি, বারবার মহাসড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখেই তারা যান চলাচল বন্ধ রেখেছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা দাবি জানিয়েছেন যে, ডিউটি টাইম সকাল ৬টার পরিবর্তে ৭টা করতে হবে এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দিতে হবে। পাশাপাশি, ইফতারের পর কোনো শিফট রাখা যাবে না। ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি নিশ্চিত করতে হবে এবং চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া, পর্যাপ্তসংখ্যক ফেস পাঞ্চ মেশিন সংযোজনের দাবিও জানিয়েছেন তারা।
অবরোধ চলাকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যা সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করা হয়।