বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ব্রেকিং

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ হাইকোর্টের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যমুনায় যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জলকামান-লাঠিচার্জ কুমিল্লার মেঘনায় যুবদল ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না: হাই কোর্ট মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে ৫০ লাখ টাকার স্বর্ণ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন সারা দেশে চিকিৎসকদের ধর্মঘট রিয়াজ হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকসহ দুই ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি হাসিনা পরিবার: কার অ্যাকাউন্টের কত টাকা অবরুদ্ধ হল দাম বেড়েছে, বিক্রিও কম: ততটা জমেনি ইসলামপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার তিনদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ মাদ্রাসা ছাত্র হত্যা: সাবেক এমপি সোলায়মান সেলিম রিমান্ডে সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ এনসিপি ‘গোলমাল’ করে নির্বাচন ‘পেছাতে চাইছে’: ফারুক আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট কানাডার ওপর শুল্ক দ্বিগুণের ঘোষণা দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র

জাতীয়

রাজশাহীতে বিএনপির সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

 প্রকাশিত: ১২:৪৩, ১২ মার্চ ২০২৫

রাজশাহীতে বিএনপির সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান।

নিহত গোলাম হোসেন ওরফে রকির (৪৮) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়।

তিনি রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, “সংঘর্ষের সময় গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকে তিনি অচেতন ছিলেন এবং মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।”

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর আগের রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান চালানো এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ মুখোমুখি হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় গোলাম হোসেন রিকশা রেখে বাসায় ফিরছিলেন। তখন এক পক্ষের নেতাকর্মীরা তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের একটি পক্ষের নেতা রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন (জীবন) স্বীকার করেছেন, রিকশাচালক গোলাম হোসেনের আহত হওয়ার বিষয়টি তার জানা আছে।

তিনি দাবি করেন, গোলাম হোসেনের চিকিৎসার খরচ বহন করেছেন এবং তার পরিবারের খোঁজখবর নিয়েছেন।

রিকশাচালক গোলাম হোসেনের মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান বলেন, সংঘর্ষে কেউ আহত হয়েছিল বলে তার জানা নেই। তবে হাসপাতালে একজন মারা গেছে বলে শুনেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।