উত্তরায় অর্ধ শতাধিক কুরআনের হাফেজকে সম্মাননা প্রদান

রাজধানীর উত্তরায় আল কুরআনের ৬৩ জন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন হলে ‘হাফেজে কুরআন সম্মাননা ও ইফতার মাহফিল’ শীর্ষক এক আয়োজনের মধ্য দিয়ে কুরআনের হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পবিত্র কুরআন শরীফ তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সাবেক সচিব রফিকুল ইসলাম, প্রধান মেহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর চেয়ারম্যান সৈয়দ আলমগীর, বিশেষ অতিথি ডিএনসিসি'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ভাই ভাই প্রপার্টিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি দুলাল ও বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।
আবৃত্তিশিল্পী মো. আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব রফিকুল ইসলাম বলেন, পবিত্র কুরআনকে বুকে ধারণ করার মধ্য দিয়ে মানুষের কাছে যারা ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছেন তাদের কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তায়ালাই উত্তম পুরস্কারে ভূষিত করবেন। আপনারা যারা কুরআনের ধারক-বাহক হাফেজ ও শিক্ষকরা রয়েছেন তারা আল্লাহর কাছে খুবই মর্যাদাবান। আশা করি, আপনাদের মেহনতে সমাজ আলোকিত হবে।
সৈয়দ আলমগীর বলেন, সমাজে আল্লাহর বাণী পবিত্র কুরআনের বার্তা ছড়িয়ে দিতে কুরআনের হাফেজদের অবদান অনস্বীকার্য। যারা কুরআনের আলোকে জীবন গড়ে তারা আখিরাতে যেমন মর্যাদার দাবিদার ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবেও তারা সুনাগরিক।
বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন বলেন, কুরআন মানুষের হৃদয়কে আলোকিত করার পাশাপাশি সমাজকেও আলোকিত করে। আমরা আশা করি, আপনারা আজকের কুরআনের হাফেজরাই আলোকিত সমাজ গড়ায় অবদান রাখবেন।
এর আগে স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা তারেকউজ্জামান খান বলেন, উত্তরার ৫০টি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী মোট ৬৩জন হাফেজকে এ বছর আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। আল্লাহর গ্রন্থ আল কুরআন মুখস্তকারীদেরকে উৎসাহ যোগাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা কুরআনের হাফেজদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।