ছাত্র আন্দোলনে ‘নজরদারি’
পলিটেকনিকের শিক্ষককে পুলিশে দিল শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত ‘সাইবার সিকিউরিটি’ কমিটির সদস্য এক শিক্ষককে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, মঙ্গলবার রাতে জেলা প্রেসক্লাবের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেয় শিক্ষার্থীরা।
মো. সোবহান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে (অস্থায়ী) কর্মরত। তিনি আওয়ামীপন্থি হিসেবে পরিচিত।
শিক্ষার্থীরা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৯ জুলাই পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি করেন। এর নাম দেওয়া হয় ‘সাইবার সিকিউরিটি’ কমিটি। এতে মো. সোবহান সদস্য ছিলেন।
সোবহান গত ৫ অগাস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সম্প্রতি হঠাৎ তাকে লক্ষ্মীপুরে দেখা যায়৷ পরে শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশের কাছে দেয়।
তবে শিক্ষক সোবহারনের দাবি, তিনি কখনও ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করেননি। কাউকে হয়রানি করেননি। তিনি কোনও রাজনৈতিক দলও করেন না।
ওসি আব্দুল মোন্নাফ বলেন, সোবহান আটক রয়েছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।