হাসিনা পরিবার: কার অ্যাকাউন্টের কত টাকা অবরুদ্ধ হল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে যে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে।
এছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অংকের অর্থ রয়েছে।
শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার ভাই তারেক আহমেদি সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ব্যাংক হিসাবও এই তালিকায় রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এসব হিসাব জব্দের আদেশ দেন।
এই ১২৪টি অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের করা ব্যাংক হিসাব জব্দের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের অস্থাবর সম্পত্তি ‘হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন’ বলে অনুসন্ধানে জানা গেছে। যে কারণে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।
কার কত অবরুদ্ধ
• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি অ্যাকাউন্টে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা
• সিআরআইয়ের নামে ১৬টি হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা
• আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা
• সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা
• বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা
• সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা
• শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা
• শেখ হাসিনার নামে ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা
• রাদওয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা
• সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা
• শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা
• আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ কোটি টাকা
এ ছাড়া সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবে ১২ লাখ ৩০ হাজার ১৫৭ টাকা, শফিক আহমেদ সিদ্দিকের ব্যাংক হিসাবে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকাও অবরুদ্ধ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর আগে বলেছিলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান ‘স্লাশ ফান্ড’ এর অস্তিত্বও চিহ্নিত হয়েছে।
অপরদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় গণআন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছ আদালত।
অন্যরা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তার তিন ছেলেমেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এ আদেশ দেন।