বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুই মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার, ১০ কারখানায় ছুটি ঘোষণা

 প্রকাশিত: ১৪:১৯, ১১ মার্চ ২০২৫

গাজীপুরে দুই মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার, ১০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবি ও কালিয়াকৈর উপজেলায় শ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার বেলা ১২টায় গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

“পরে বেলা ১১টা দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান করতে পারব”, বলেন এসপি জহিরুল।

তবে যেসব শ্রমিক আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিল শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছে বলে শুনেছেন তিনি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

টঙ্গীতে পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কালিয়াকৈর উপজেলায় শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় ধীর গতিতে যান চলাচল করছে; যা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

অপরদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

উপজেলার গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের প্রতিবাদে সকাল ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে বেলা ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।