বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

৫ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, দুর্ভোগে রোগীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:১৬, ১১ মার্চ ২০২৫

৫ দফা দাবিতে পূর্ণ কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, দুর্ভোগে রোগীরা

৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা

রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ৫ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে পূর্ণ কর্মবিরতি পালন করছেন। এর ফলে হাসপাতালের আউটডোর চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা রোগীদের চরম দুর্ভোগে ফেলেছে।

মঙ্গলবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করা, 'নামসর্বস্ব' ম্যাটসের কার্যক্রম বন্ধ করা এবং বিসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও একইভাবে কর্মবিরতি ঘোষণা করেছেন।

হাসপাতালের আউটডোর চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘুরেও কোনো সেবা পাচ্ছেন না। অপেক্ষা করতে করতে হতাশ রোগী ও তাদের স্বজনরা দ্রুত এই পরিস্থিতির সমাধান চেয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের এই আন্দোলন কতদিন চলবে, তা এখনো অনিশ্চিত। তবে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।