গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর টঙ্গী এরশাদনগর এলাকার বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।
এরশাদনগর এলাকার স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।”
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন তারা।