এবার বারিধারায় ‘ধর্ষণের শিকার’ ১০ বছরের শিশু, যুবক গ্রেপ্তার

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা নিয়ে আলোড়নের মধ্যে এবার ঢাকার বারিধারায় একই ধরনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজল হোসেন পলাশ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে বারিধারা এলাকার নিজ বাসায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন।
তিনি বলেন, “ওই বাসায় শিশুটি তার মায়ের সঙ্গে থাকে। তারা আগে যে এলাকায় থাকত সেখানকার প্রতিবেশী ছিলেন পেশায় গাড়িচালক ৪০ বছর বয়সী পলাশ। পূর্বপরিচিত হিসেবে পলাশের ভিকটিমের বাসায় আসা-যাওয়া ছিল।”
“রোববার সকালে শিশুটির মা কাজে বেরিয়ে গেলে পলাশ বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। পরে তার করা মামলার প্রেক্ষিতে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।”
শিশুটির পরীক্ষা ও চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর কথা জানিয়েছেন এসআই সুজন।
গুলশান থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “শিশুটি তার মায়ের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকে ও স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তার বাবা মারা গেছে, মা অন্যের বাসায় কাজ করেন।”