পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার নির্দেশ

পদ্মা সেতুতে যান চলাচলের গতি বাড়িয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (৯ মার্চ) বিকেলে ঢাকার বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই নির্দেশ দেন।
এর আগে পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করেছিল বিগত সরকার। তবে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনদের মতে, বর্তমানে এই সেতু দিয়ে যান চলাচলের জন্য আরও বেশি গতি প্রয়োজন।
সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে, সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না এবং দ্রুত গাড়ি চলাচল করতে পারবে।"
তিনি আরও বলেন, "মহাসড়কে গতিসীমা নির্দেশক সাইনবোর্ড বসানোর ব্যবস্থা করা হবে। একইসঙ্গে, ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনাও থাকবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তারা যৌন নিপীড়ন ও হয়রানি রোধে সরকার গৃহীত নানা পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন।