সোমবার ১০ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

ব্রেকিং

মব জাস্টিস-বিশৃঙ্খলাকারীদের জায়গা থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী প্যানেল ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ ঈদের ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান

জাতীয়

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

 প্রকাশিত: ১৬:৪৬, ৯ মার্চ ২০২৫

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে নকলা উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।

গ্রেপ্তার ৬০ বছর বয়সী চান মিয়া ওরফে লছা মিয়ার সঙ্গে ওই শিশুটির প্রতিবেশি দাদা-নাতনি সম্পর্ক।

রোববার লছা মিয়াকে আদালতে পাঠানো হলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে ‘মজা খাওয়ানোর’ কথা বলে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ২০ টাকা হাতে দিয়ে শান্ত করার চেষ্টা করেন।

টের পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখেন ভুক্তভোগী শিশুটি মাটিতে কাতরাচ্ছে। শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশি নাতনিকে মজা খাওয়নোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়।

শিশুটির মা পরিবারের লোকজনদের সঙ্গে ধর্ষণের বিষয়টি নিয়ে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন।

ওসি হাবিবুর রহমান বলেন, শিশুকে ধর্ষণে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাতেই চান মিয়াকে (লছা মিয়া) গ্রেপ্তার করা হয়।

ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।