সোমবার ১০ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

ব্রেকিং

মব জাস্টিস-বিশৃঙ্খলাকারীদের জায়গা থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী প্যানেল ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ ঈদের ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান

জাতীয়

কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

 আপডেট: ১৬:১৪, ৯ মার্চ ২০২৫

কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার আলোচনার মধ্যে ঢাকার কেরাণীগঞ্জে এক অন্তঃসত্ত্বা তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ পানগাঁও এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন মিয়া।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (১৯) ও দীপ সরকার (২০)।

পুলিশ কর্মকর্তা মোশারফ বলেন, ভুক্তভোগী পুলিশকে বলেছে, বেশ কিছুদিন আগে তার বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ছেড়ে যান স্বামী।

“ওই নারী শনিবার বাড়ি (পাশের একটি জেলা) থেকে সদরঘাটে আসে। তাকে খাওয়া ও থাকার আশ্বাস দিয়ে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকায় বুড়ির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তিনজন।”

সেখানে তারা আড়াই ঘণ্টা ধরে নির্যাতন চালায় বলে জানান পরিদর্শক মোশারফ।

পুলিশের ভাষ্য, খুবই দরিদ্র পরিবারের ওই তরুণী কাজের আশায় ঢাকায় এসেছিলেন। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোশাররফ বলেন, পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।