কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার আলোচনার মধ্যে ঢাকার কেরাণীগঞ্জে এক অন্তঃসত্ত্বা তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ পানগাঁও এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন মিয়া।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (১৯) ও দীপ সরকার (২০)।
পুলিশ কর্মকর্তা মোশারফ বলেন, ভুক্তভোগী পুলিশকে বলেছে, বেশ কিছুদিন আগে তার বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ছেড়ে যান স্বামী।
“ওই নারী শনিবার বাড়ি (পাশের একটি জেলা) থেকে সদরঘাটে আসে। তাকে খাওয়া ও থাকার আশ্বাস দিয়ে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকায় বুড়ির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তিনজন।”
সেখানে তারা আড়াই ঘণ্টা ধরে নির্যাতন চালায় বলে জানান পরিদর্শক মোশারফ।
পুলিশের ভাষ্য, খুবই দরিদ্র পরিবারের ওই তরুণী কাজের আশায় ঢাকায় এসেছিলেন। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোশাররফ বলেন, পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।