সোমবার ১০ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

ব্রেকিং

মব জাস্টিস-বিশৃঙ্খলাকারীদের জায়গা থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী প্যানেল ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ ঈদের ট্রেনের আগাম টিকেট ১৪ মার্চ থেকে ধর্ষণের অভিযোগ, বাবা গ্রেপ্তার মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান

জাতীয়

যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’

 প্রকাশিত: ১০:১৯, ৯ মার্চ ২০২৫

যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নরসিংদীর গাবতলীতে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

একই ধরনের অভিযোগে এক ব্যক্তির মুখে ‘চুনকালি’ পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

শনিবারের এ দুই ঘটনায় দুজনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি জানান, শহরতলীর গাবতলী এলাকায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারধর করেন এলাকাবাসী।

সাইফুল ইসলাম (৫০) স্থানীয় একটি মাদ্রাসার প্রহরী। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। মারধরের একপর্যায়ে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।

মাহফুজুর রহমান ভূইয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, "যৌন নিপীড়নের কথা জানতে পেরে সাইফুল ইসলামকে এলাকার মানুষজন মারধর করেন। সাইফুল একপর্যায়ে মাদ্রাসার মসজিদে আশ্রয় নেন।

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির হাত থেকে রক্ষার চেষ্টা করলে তাদের গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়।”

মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, “শিশুটি আমাদের কাছে অভিযোগ জানালে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করি। এরইমধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, “ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ জানিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গোমস্তাপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে মুখে চুনকালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী ।

আটক হওয়া বাইরুল ইসলাম একই এলাকার সন্তোষপুর গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, শনিবার দাঁড়িপাতা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামপুলিশ জাহাঙ্গীর আলম বলেন, শিশুটির পরিবার ঘটনায় বিচার দাবি করে । পরে গ্রামবাসী বাইরুল ইসলামকে ধরে মুখে চুনকালি মাখিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘুরিয়ে পুলিশে দেয়।