চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো— ভূমি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেবা ডিজিটাইজেশনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মপদ্ধতি সম্পূর্ণ অটোমেশন করা, শতভাগ ইলেকট্রনিক ফাইলিং ব্যবস্থা চালু করা এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা (ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি ম্যানুয়ালি ফর্ম পূরণের প্রচলিত পদ্ধতির পরিবর্তে নিরাপদ এপিআই (API) ব্যবহার করে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল সিস্টেম তৈরি করলেও তারা সাইলোভিত্তিক (বিচ্ছিন্ন) অবস্থায় রয়েছে। সরকারের জরুরি দায়িত্ব হলো এসব সাইলোগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, কিছু প্রধান মন্ত্রণালয়ের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কোনো মূল্যে আগামী তিন মাসের মধ্যে এটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”