রোববার ০৯ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা ভিড়ে ঠাসা মেট্রোরেলে নারীদের ‘ভোগান্তি’, চান আরও আলাদা বগি বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’

জাতীয়

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

 প্রকাশিত: ২৩:৩৬, ৮ মার্চ ২০২৫

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হলো ভূমি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেবা ডিজিটাইজেশনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মপদ্ধতি সম্পূর্ণ অটোমেশন করা, শতভাগ ইলেকট্রনিক ফাইলিং ব্যবস্থা চালু করা এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা (ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি ম্যানুয়ালি ফর্ম পূরণের প্রচলিত পদ্ধতির পরিবর্তে নিরাপদ এপিআই (API) ব্যবহার করে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল সিস্টেম তৈরি করলেও তারা সাইলোভিত্তিক (বিচ্ছিন্ন) অবস্থায় রয়েছে। সরকারের জরুরি দায়িত্ব হলো এসব সাইলোগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, কিছু প্রধান মন্ত্রণালয়ের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কোনো মূল্যে আগামী তিন মাসের মধ্যে এটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”