রোববার ০৯ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা ভিড়ে ঠাসা মেট্রোরেলে নারীদের ‘ভোগান্তি’, চান আরও আলাদা বগি বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’

জাতীয়

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাত

 প্রকাশিত: ১৭:৩০, ৮ মার্চ ২০২৫

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাত

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাতদলের সদস্য বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ২০১৭ সালের একটি স্বর্ণের দোকানে ডাকাতির সূত্র ধরে এই পেশাদার ডাকাতদলের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৮ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, গত মাসের ২৩ তারিখে রাত পৌনে ১১টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতির শিকার হন। ভুক্তভোগীর দাবি, ডাকাতরা ২০০ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় আসে, সেটি অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। এই ঘটনায় নিবিড়ভাবে কাজ করে আমরা ঘটনাটি উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় ৭ জন জড়িত ছিল। এরমধ্যে আমরা ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করতে সক্ষম হই। সাথে লুট হওয়া স্বর্ণ, বিক্রীত স্বর্ণে ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করি। এই ঘটনায় দুটি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে আমরা একটি জব্দ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এই ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে আমরা ২০২৪ সালে একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার দুজন ইয়াসিন ও দেলোয়ারকে আমরা গ্রেপ্তার করি। এসব ডাকাতরা সংঘবদ্ধ থাকে। ডাকাতির অনেক গ্রুপ আছে। এই ঘটনা উদ্ধার করতে গিয়ে আমরা সেসব ডাকাতদলকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অচিরেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন ভালো আছেন বলেও জানান ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, গ্রেপ্তার ডাকাতরা পেশাদার ডাকাতদলের সদস্য। ২০১৭ সালেও তারা একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। সেই ডাকাতির সূত্র ধরে এই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০),  মো. সুমন (৩০),  দুলাল চৌধুরী (৪৩) ও  আমিনুল (৩৫)।

শুক্রবার (৭ মার্চ) রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুষ্ঠিত স্বর্ণের মধ্যে ৪ ভরি ৯ আনা স্বর্ণ, বিক্রীত স্বর্ণের মূল্যবাবদ নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ এমএম রিভলভার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।