রোববার ০৯ মার্চ ২০২৫, ফাল্গুন ২৫ ১৪৩১, ০৯ রমজান ১৪৪৬

ব্রেকিং

ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের আগেই চলতি মাসের বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা মাগুরার শিশুকে ধর্ষণ: ১৮০ দিনে বিচার শেষ করার নির্দেশ মাগুরার সেই শিশুর সব ছবি ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘সরকার তৎপর’ কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর ঘেরাও ছাত্র-জনতার গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার যৌন নিপীড়ন: নরসিংদীতে পিটুনি, চাঁপাইনবাবগঞ্জে ‘চুনকালি’ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত গাজায় ২০ লাখের বেশি মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই : আল জাজিরা ভিড়ে ঠাসা মেট্রোরেলে নারীদের ‘ভোগান্তি’, চান আরও আলাদা বগি বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে: ভারতীয় সেনাপ্রধান সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’

জাতীয়

ঢাকায় ঈদ ও রমজান উপলক্ষে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ

 প্রকাশিত: ১৬:৩৩, ৮ মার্চ ২০২৫

ঢাকায় ঈদ ও রমজান উপলক্ষে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার

রমজান ও ঈদকে ঘিরে ঢাকার শপিংমল ও মার্কেটগুলো রাত পর্যন্ত খোলা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর আবাসিক এলাকা, মার্কেট ও শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের এ ফোর্সের সদস্য করা হয়েছে, যাদের গ্রেফতারের ক্ষমতাও থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানান, মেট্রোপলিটন পুলিশ আইনের অধীনে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, রমজানে তারাবির সময় অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ঈদের ছুটিতে অনেক বাসিন্দা শহরের বাইরে চলে যান, ফলে বাড়িঘর ও দোকানের নিরাপত্তা বাড়ানো জরুরি হয়ে পড়ে।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে আপনাদের জানাতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা যখন বাড়ি যাবেন (ঈদে), তখন আপনার বাড়ি, ফ্ল্যাট-দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তবে আমাদের পুলিশের স্বল্পতা আছে। আমাদের লোকও অনেকে ছুটিতে যাবে, যেতে চায়। যারা ব্যারাকে থাকে, তারা দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকে। তাদের একটা পার্সেন্টেজ সরকারের নির্দেশে ছুটি দিতে হয়।’

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, শপিংমল, মার্কেট ও আবাসিক এলাকায় নিয়োজিত অক্সিলারি পুলিশ ফোর্সের সদস্যদের হাতে ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ লেখা একটি ব্যান্ড থাকবে। আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন এবং পুলিশের মতোই আইনি সুরক্ষা পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।