রাঙামাটিতে টিসিবি পণ্য নিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ক্রেতারা
রাঙামাটিতে টিসিবি পণ্য নিতে এসে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। শনিবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও দুপুর ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি না আসায় ক্রেতারা চরম দুর্ভোগে পড়েন। শহরের বনরূপা, পৌরসভা ও নিউ মার্কেট এলাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় ক্রেতাদের।
সাধারণ মানুষের অভিযোগ, সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও ডিলার পণ্য নিয়ে আসতে দেরি করায় তাদের অপেক্ষা করতে হয়। তারা জানতেন না আদৌ পণ্য পাবেন কি না। পরে দুপুর ১২টার কিছু পর পণ্যবাহী গাড়ি পৌঁছালে বিতরণ শুরু হয়। যারা পণ্য পেয়েছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বনরূপা টিসিবি ডিলার শিবু কুমার দাশ জানান, আগে অন্যান্য পণ্যের সঙ্গে খেজুর ছিল না। আজ থেকে খেজুর দেওয়া শুরু হয়েছে। আর খেজুর চট্টগ্রাম থেকে আসতে দেরি হওয়াতে এই সমস্যা হয়েছে।
সরকার পবিত্র রমজান উপলক্ষে টিসিবি কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের পণ্য ৪৪৫ টাকায় বিক্রি করছে। প্রতিদিন প্রথম ৪০০ জন ভোক্তা এই সুবিধা পাবেন। ২২ মার্চ পর্যন্ত চলমান এ ট্রাকসেল কার্যক্রম শুক্রবার ছাড়া প্রতিদিন ৫টি করে জেলা শহরের মোট ১৫টি পয়েন্টে পরিচালিত হবে।