শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ফাল্গুন ২৩ ১৪৩১, ০৭ রমজান ১৪৪৬

ব্রেকিং

মেট্রোরেলে নারী-শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ বাহিনী দিয়ে সব সময় ‘মব নিয়ন্ত্রণ করা যায় না’: স্বরাষ্ট্র উপদেষ্টা এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা কোনো অন্যায় দাবির কাছে মাথানত করব না: বিএসইসি চেয়ারম্যান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির পুনরুদ্ধারের লক্ষ্য ভারতের: জয়শঙ্কর ওমরাহ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান: সৌদি মন্ত্রণালয় ভোট করবে কি না সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে: ইউনূস এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার অর্থপাচার মামলায় আপিলে খালাস তারেক ও মামুন এখনও এলেমের হাতে ওষুধ খাওয়ার অপেক্ষায় থাকেন মা হামাসকে ট্রাম্পের ‘সর্বশেষ হুঁশিয়ারি’

জাতীয়

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে শুরু

 প্রকাশিত: ২২:২৮, ৬ মার্চ ২০২৫

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে শুরু

বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি এবং যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের জন্য ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার (৪ মার্চ) রেলভবনে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই সময়ের মধ্যে ২৪ মার্চ থেকে ঈদযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চাপ সামলাতে রেলওয়ে কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। তবে, কতটি বিশেষ ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি এবং চাহিদার ভিত্তিতে রুট নির্ধারণ করা হবে।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন এবং কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রার জন্য ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে, যার মধ্যে কিছু কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু কোচ সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।