ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে সরল জয়ের নাম

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করার ঘোষণা দিয়েছে। এই পরিবর্তনের ফলে স্যাটেলাইটের নামের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের নাম সরিয়ে দেওয়া হয়েছে, যার আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে তার নাম সংযুক্ত ছিল।
সোমবার (৩ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, প্রধান উপদেষ্টার অনুমোদনের পর ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে। এর পরের দিন, ৪ মার্চ, বিএসসিএল এই পরিবর্তন কার্যকর করার ঘোষণা দেয়।
এছাড়া, গাজীপুর ও বেতবুনিয়ার দুই ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বে ‘সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র’ নামে পরিচিত এসব কেন্দ্র এখন থেকে ‘প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর’ এবং ‘সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া’ নামে পরিচিত হবে।
বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্যাটেলাইট ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করে এসব নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে স্যাটেলাইটের সব কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে।
এছাড়া, গত ৫ অগাস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম চালানোর কথা জানিয়েছিল। সেই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন পদে রদবদল এবং সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে।