মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

জাতীয়

চাঁদপুরে বোনের বিয়েতে এসে সড়কে গেল ইতালি প্রবাসী ২ ভাইয়ের প্রাণ

 প্রকাশিত: ১৪:৫৭, ৪ মার্চ ২০২৫

চাঁদপুরে বোনের বিয়েতে এসে সড়কে গেল ইতালি প্রবাসী ২ ভাইয়ের প্রাণ

নিহত নিলয় ও অভি।

চাঁদপুর সদর উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। তারা চাচাতো বোনের বিয়ে উপলক্ষে ইতালি থেকে দেশে এসেছিলেন।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের এ ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

নিহতরা হলেন- পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. অভি (১৭) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. নিলয় (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা পরিবারের সঙ্গে ইতালি থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিলয় ও অভি মোটরসাইকেলে করে পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হন। পথে প্রাণ কোম্পানির একটি কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে নিলয় মারা গেছেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোখলেছুর রহমান দুজনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।

ওসি বাহার মিয়া বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও তার সহকারী ইসমাইল হোসেনকে থানা হেফাজতে আছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।