হাতিরঝিলে প্রাইভেটকারে আগুন

ঢাকার হাতিরঝিলে একটি প্রাইভেট কারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
মহানগর ব্রিজের উপরের এ আগুনের খবর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, “বেলা ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে হাতিরঝিলে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুইটি ইউনিট পাঠালেও যানজটের কারণে পৌঁছাতে দেরি হয়।"
বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
হাতিরঝিল থানার এসআই জামাদুল ইসলাম বলেন, "আমরা ব্রিজের নিচে ডিউটি করছিলাম, হঠাৎ বিকট শব্দে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে আমরা ঘটনাস্থলে এসে চালককে জিজ্ঞাসা করি, সে বলছিল তার গিয়ারবক্সে সমস্যা করছিল।
“প্রত্যক্ষদর্শীরা বলছিলেন, গাড়িটি ঢালু বেয়ে উপরে উঠতে পারছিল না। এর মধ্যেই বিকট শব্দ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
গাড়িটি পুড়ে গেলেও আরোহীরা অক্ষত রয়েছেন জানিয়ে তিনি বলেন, “গুলশানের বাসিন্দা হারুন অর রশীদ নামে একজনের প্রাইভেটকার এটি। ঘটনার সময় গাড়ির মালিক ও চালক গাড়িতেই ছিলেন, তবে তারা অক্ষত আছেন।”