মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

জাতীয়

সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

 প্রকাশিত: ১১:০২, ৪ মার্চ ২০২৫

সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

 সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।

সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেজাম উদ্দিন ও আবু ছালেক।

গুলিবিদ্ধ পাঁচজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।  

তিনি জানান, আমরা দুজনের মরদেহ পেয়েছি। বিষয়টি পুরোপুরি এখনো ক্লিয়ার হতে পারিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্বজনরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।  
চমেক হাসপাতাল কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আনা হয়েছিল। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের আবার পার্কভিউতে নেওয়া হয়েছে।  

ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। একপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কতিপয় ক্যাডাররা। সোমবার দিবাগত রাতে নেজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে। এসময় নিহতরাও গুলি ছোড়েন। তবে একপর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন।  

আরেকপক্ষের দাবি, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।