শ্রম আদালতের চাপ কমাতে এডিআরের কাঠামোগত পরিবর্তন করা হবে: সাখাওয়াত হোসেন

শ্রম আদালতের ওপর চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১ মার্চ) ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘Dialogue on ADR in Labour-Related Disputes’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, শ্রম বিরোধ নিষ্পত্তিতে এডিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে এডিআর কাঠামো নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশ শ্রম আইন (বিএলএ) এডিআরের ভিত্তি স্থাপন করেছে।
উপদেষ্টা বলেন, "শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালা শ্রম বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।"
তিনি জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদ কাজ করছে। সম্প্রতি শ্রম আইন সংশোধন বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর সভায় শ্রমিক, মালিক ও সরকারি স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ করা হয়েছে, যার ভিত্তিতে সংশোধনের খসড়া প্রস্তুত করা হচ্ছে।
কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, "শিল্প বিরোধ নিষ্পত্তিতে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। যেখানে শ্রমিক অসন্তোষ দেখা দিলে শ্রম পরিদর্শক পাঠানো হচ্ছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।" বর্তমানে দেশে ১৩টি শ্রম আদালত রয়েছে এবং নতুন একটি শ্রম আদালত ময়মনসিংহে চালু করা হবে।
কর্মশালায় আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ট্রেজারার ও ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।