দোহারে দুঃসাহসিক ডাকাতি: গুলিবিদ্ধ ৭, আহত ১৫

ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলার চর কুতুবপুর গ্রামে ডাকাত দলের হামলায় ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে বিলাশপুর ইউনিয়নের ওই গ্রামে ২০-২৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা নিলুয়ার হোসেনের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে সাত-আট ভরি সোনা লুট করে।
চিৎকার শুনে বাড়ির মালিক ও তার ছোট ভাই জিন্নাত আলী প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি চালায়। গ্রামবাসীরা লাঠি হাতে ছুটে আসলে ডাকাত দল গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ১৫ জন আহত হন, যার মধ্যে ৭ জন গুলিবিদ্ধ। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাকাতরা পদ্মা নদী হয়ে ইঞ্জিনচালিত ট্রলারে এসেছিল। গ্রামবাসীরা তাদের ট্রলারটি আটক করতে সক্ষম হন এবং ডাকাত সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।
গুলিবিদ্ধদের মধ্যে বায়েজিদ হোসেন জানান, তার শরীরে প্রায় ১০টি ছররা গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। গ্রামবাসীরা একজন সন্দেহভাজনকে আটক করে দিয়েছে। অভিযোগ পেলে মামলার প্রক্রিয়া শুরু হবে।
গ্রামবাসীদের সাহসী প্রতিরোধে ডাকাত দল পুরোপুরি সফল হতে পারেনি। তবে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।